আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচে ফারজানা হক পিংকীর ফিফটির পর হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক ৩৯ বলে ৪০ রানের দাপুটে এক ইনিংস খেলেন। হয়েছেন মাচ সেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, কোনটা বেশি প্রয়োজন; ছিল পয়েন্ট না জয়? অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, দুই পয়েন্ট পাওয়া। সিরিজ জয় তো অবশ্যই ভালো দলের জন্য, একটা মোমেন্টাম তৈরি করা। কিন্তু পয়েন্টটা আমাদের অনেক বড় ফ্যাক্ট এখন। এটার কারণ আপনারা জানেন। দুইটা পয়েন্ট পেলাম, এর জন্য আরও বেশি খুশি।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখে টাইগ্রেসদের সিরিজ জয়
নিজের ম্যাচসেরা হওয়ার প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘হঠাৎ করেই বলেছে আমি হয়েছি। কিন্তু এটা মূখ্য নয়। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটা সবচেয়ে বড় আনন্দের, তবে শেষ করে আসতে পারলে আরও ভালো লাগতো।’
অধিনায়ক বলেন, ‘আজকের উইকেটটা অনেক ভালো ছিল, মোটামুটি। হয়তো সকালে একটু স্লো ছিল, তারপর ব্যাটে বল খুব ভালো আসছে। আমার কাছে মনে হয় আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম। হয়তো ২০-৩০ রান কম হতো। আমাদের জন্য আরও ভালো হতো।