বৃহস্পতিবার (৩ জুলাই) সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন ইউনিটের এই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আরও পড়ুন: সাতক্ষীরা পৌর বিএনপির ২ নেতা বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো প্রকার অপকর্ম বা কর্মকাণ্ডের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না। একইসঙ্গে যুবদলের সবস্তরের নেতাকর্মীদের প্রতি মনির হোসেনের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।