বুধবার (৬ আগস্ট) বিকেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূতি উপলক্ষে নোয়াখালী জেলা শহর মাইজদীতে আয়োজিত বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আজকে একটা আনন্দের দিন। উৎসবের দিন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আনন্দ উৎসবে যদি আমরা আত্মহারা হয়ে যাই। নিজেকে ভুলে যাই। আনন্দের সাথে যদি দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব। আমাদের সবাইকে দলকে ভালোবাসতে হবে। আগামি নির্বাচনে দল যাতে প্রতিটি আসনে বিজয়ী হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।
আরও পড়ুন: বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি: ফখরুল
বিএনপির জেলা কমিটি গঠন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কমিটি এখন আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে এখন বড় আমরা কীভাবে তারেক রহমানকে আগামি দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারি। তা ছাড়া দলের মধ্যে শত শত ত্যাগী নেতা রয়েছে। সকল ত্যাগী নেতাকেও কমিটিতে অর্ন্তভূক্ত করা সম্ভব নয়, সেটিও আমাদের সবাইকে বুঝতে হবে।
বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সমাবেশটির আয়োজন করে। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন।
আরও পড়ুন: চক্রান্তের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করা যাবে না: খোকন
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুনুর রশিদ ওরফে আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার প্রমুখ।