দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

৩ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফুল দিয়ে যোগদান করেন। এ সময় সঙ্গে ছিলেন শতাধিক নেতাকর্মী।


তিনি জানান, তার জাতীয় দল বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগদান করেছেন।


আরও পড়ুন: দল বিলুপ্ত করে বিএনপিতে শাহাদাত হোসেন সেলিম


এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন তার এই যোগদানের মধ্য দিয়ে আরও শক্তিশালী ও বেগবান করবে। ভূমিকা রাখবে গণতান্ত্রিক আন্দোলনেও।’

]]>
সম্পূর্ণ পড়ুন