বৃহস্পতিবার খুলনার বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।
আরও পড়ুন: খুলনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে টেবিলের দুইয়ে চিটাগং
খালেদের মা'র মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’
খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।