দল ইংল্যান্ডে রেখে হঠাৎ কেন ভারতে ফিরছেন গম্ভীর?

৩ সপ্তাহ আগে
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে ভারত। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আরও একবার মাঠে নামছে শুভমান গিলের দল। অথচ এ সময় দলের প্রধান কোচকে সঙ্গে পাচ্ছেন না তারা। জরুরি কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে দেশে ফিরছেন গৌতম গম্ভীর।

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার (১৩ জুন) মাঠে নামছে ভারত। তবে পারিবারিক জরুরি কারণে এদিন দল ছেড়ে দেশের বিমান ধরতে হচ্ছে গম্ভীরকে।

 

ভারতীয় সংবাদ মাধ্যমের গুলোর দাবি, গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বুধবার। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরছেন গম্ভীর। ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতের প্রধান কোচ। বিশেষ পরিস্থিতিতে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে।

 

আরও পড়ুন: ৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড

 

মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন। বিসিসিআই সূত্রের খবর, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ।

 

আগামী ২০ জুন হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরে গিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরে চাপে গম্ভীর। ঘুরে দাঁড়ানোর জন্য এ সিরিজটি তাই বেশ গুরুত্বপূর্ণ ভারত ও গম্ভীরের কাছে।

]]>
সম্পূর্ণ পড়ুন