শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, রোববার ৮ জুন বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাচারি বাড়িতে ঘুরতে যায়। এসময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনো টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাচারি বাড়ির নিরাপত্তাকর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাচারি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এসময় বিক্ষুব্ধ জনতা কাচারি বাড়ির কাস্টডিয়ানের অফিস, লাইব্রেরি, অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে।

এসময় অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। হামলাও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।