বিসিবি জানিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেয়া হবে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
টিকিটের টাকা ফেরত নিতে www.gobcbticket.com.bd/en ওয়েবসাইট অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এদিকে পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কেটে রেখেছিলেন, তারা ঐ টিকিটে ১৬ জানুয়ারিই ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়া ১৭ ও ১৮ জানুয়ারির জন্য পৃথকভাবে টিকিট কিনতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিট কাটা দর্শকরা ফেরত পাবেন টাকা।
আরও পড়ুন: বিপিএল স্থগিতাদেশ প্রত্যাহার, শুক্রবার থেকে ম্যাচ শুরু
প্লে-অফের প্রথম দুই ম্যাচ, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে ২০ জানুয়ারি। দুপুর একটায় শুরু হবে এলিমিনেটর ম্যাচ, সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার।
অবশ্য এ কারণে এলিমিনেটরের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলকে পরের দিনই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমে যেতে হবে। কারণ ২১ জানুয়ারির সূচিতে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে এদিন, সন্ধ্যা ৬টায়। এরপর ফাইনাল হবে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায়।

১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·