দমন-পীড়ন উপেক্ষা করে রাস্তায় শত শত শিক্ষার্থী, সংস্কারের দাবি

৪ সপ্তাহ আগে
বিক্ষোভ দমনের আশঙ্কা উপেক্ষা করে সোমবারও ইন্দোনেশিয়ার প্রধান শহরগুলোতে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। এ সময় ব্যাপক সংস্কারের দাবি জানান তারা।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে কয়েক দিনের ভয়াবহ সহিংসতায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

 

সরকারের ব্যয় সংক্রান্ত অগ্রাধিকার, যেমন আইন প্রণেতাদের জন্য বেশি  সুযোগ-সুবিধার বিরুদ্ধে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয় ইন্দোনেশিয়ায়। সে সময় পুলিশের গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর তা দাঙ্গা এবং লুটপাটের ঘটনা ঘটে।


রয়টার্স জানায়, অর্থমন্ত্রীসহ রাজনৈতিক দলের সদস্যদের বাড়িঘর লুট করা হয় এবং রাষ্ট্রীয় ভবন লুটপাট করা হয়। ভবনে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটে।

 

আরও পড়ুন:বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্ট প্রাবোয়োর

 

এই ঘটনা প্রায় এক বছর আগে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

 

বিক্ষোভ অব্যাহত থাকায় রোববার প্রাবোও আইন প্রণেতাদের সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দেন। যা বিক্ষোভকারীদের জন্য একটি বড় ফলাফল। কিন্তু সতর্ক করে দেন যে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে কাজ করবে।


এদিকে, ছাত্র বিক্ষোভকারীদের একটি দল জাকার্তার পাশাপাশি ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র এবং বান্দুং ও মাকাসার শহরে জড়ো হয়েছিলেন। যে শহরগুলোতে গত সপ্তাহে সবচেয়ে ভয়াবহ সহিংসতা সংঘটিত হয়েছিল। সেখানে অগ্নিসংযোগ ও জনতার সহিংসতায় কয়েকজন নিহত হন।


এছাড়া সুলাওয়েসি দ্বীপের মাকাসারে স্থানীয় সংসদ ভবনের কাছে শিক্ষার্থীরা সমাবেশ করেন, যেটি শুক্রবার আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল।

 

মাকাসার স্টেট ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা বলেন, গতকালের প্রেসিডেন্টের বিবৃতিতে ছাত্র এবং নাগরিক সমাজের দাবির প্রতিফলন ঘটেনি।

 

এ সময় বিক্ষোভের নেতৃত্ব দেয়া একজন বলেন, ছাত্রদের আরও অনেক দাবি রয়েছে, যেমন ব্যাপক পুলিশ সংস্কার করতে হবে।


এদিকে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে প্রাবোও এক প্রতিবাদী সুরে বলেন, সহিংসতার সময় আহত ৪০ জন পুলিশ সদস্যকে তিনি পদোন্নতি দেবেন।

 

‘এমন পুলিশ সদস্য থাকতে পারেন যারা ভুল করেছিলেন। কিন্তু আত্মত্যাগকারী কয়েক ডজন অফিসারকে ভুলে যাবেন না।’ সোমবার আহত পুলিশদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল পরিদর্শনকালে প্রাবোও বলেন।

 

আরও পড়ুন:ইন্দোনেশিয়ায় প্রাদেশিক সংসদ ভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা, নিহত ৩

 

অন্যদিকে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বান্দুংয়ে বিক্ষোভকারীরা টায়ার পুড়িয়েছে। অন্যদিকে উত্তর মালুকু প্রদেশের টেরনাটে, স্থানীয় সংসদে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

]]>
সম্পূর্ণ পড়ুন