ইসরাইলের বিরুদ্ধে ইরানি হামলার নতুন ঢেউ শুরু হওয়ার পরপরই রোববার (১৫ জুন) ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন,
আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!
তিনি ইসরাইলিদের স্মরণ করিয়ে দেন যে, ‘ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরাইলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরাইলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থানসহ এ ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে।’
আরও পড়ুন: ভিডিও প্রকাশ /ইসরাইলের বিমানবন্দরে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল!
কর্নেল রেজা সতর্ক করে বলেন, ‘অতএব, আমরা জোর দিয়ে বলতে চাই: অপরাধী শাসকগোষ্ঠীকে আপনাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না।’
আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিলেও ইসরাইলিরা নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন তিনি।
ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, সতর্কবার্তায় ‘মনোযোগ’ না দিলে ইসরাইলিদের ‘ভাগ্য আরও কঠিন’ হবে।
আরও পড়ুন: ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
সূত্র: আইআরএনএ, মেহের নিউজ
]]>