দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

৪ সপ্তাহ আগে
এশিয়া কাপ হকিতে ১০ বার অংশ নিয়ে তার মধ্যে ৫বারই চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া। বলতে গেলে এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল তারাই। সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই আজ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ৫-১ ব্যবধানে।

এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারেই জোড়া গোল করেন কোরিয়ার সন ডেইন। ১৩তম মিনিটে পেনাল্টি কর্নার পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। 

 

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় কোরিয়া। ১৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন লি সেউংউ। ২১ মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। প্রথমার্ধেই ৪ গোল হজম করে কোণঠাসা হয়ে পরে লাল-সবুজ বাহিনী। তবে ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ দেন সোহানুর রহমান। 

 

আরও পড়ুন: এসএ২০’র নিলামে সাকিব-মোস্তাফিজসহ ১৪ বাংলাদেশি

 

২৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। তবে চতুর্থ কোয়ার্টারে গোল হজম করে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় সোহানুর রহমানরা। 

 

র‌্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা, সব দিক থেকেই অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া। র‌্যাঙ্কিংয়ে কোরিয়ার অবস্থান ১৫ নম্বরে। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পাঁচবারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ।   

 

আরও পড়ুন: স্থানীয় কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস

 

বাংলাদেশের এই হারে পুল ‘বি’ থেকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার শেষ চারে খেলা নিশ্চিত। তবে বাংলাদেশের চিন্তা-ভাবনা অন্য, তাদের চোখ বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করা। তবে সেই সুযোগ এখনও নষ্ট হয়ে যায়নি। বাংলাদেশের এই লড়াইটা শুরু হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী প্লে-অফে। 

 

‎আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপে শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে হকির বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ মিলবে। সেই সুযোগ পেতে অবশ্য আরেকটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। স্থান নির্ধারণী প্লে-অফে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পুল ‘এ’র সম্ভাব্য চতুর্থ দল কাজাখস্তান। ৪ সেপ্টেম্বর সেই ম্যাচে জিতলেই বাছাইপর্বে সুযোগ পেয়ে যাবে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন