দক্ষিণ কোরিয়ায় বিডি টাইগার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১ সপ্তাহে আগে
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া সংগঠন ‘বিডি টাইগার্স’ ক্লাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ক্রীড়াপ্রেমীরা। বিদেশের মাটিতে সংগঠনটি প্রবাসীদের নিয়ে ক্রীড়াঙ্গনে তৈরি করেছে নতুন উদ্দীপনা।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির হোয়াসংসির মাদু খোংদান পার্কে বিডি টাইগার্স ক্লাব প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। দশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিল ট্রফি প্রদর্শনী, সার্টিফিকেট প্রদান, প্রীতিভোজ ও প্রীতি ফুটবল ম্যাচ। 

 

আরও পড়ুন: আর্জেন্টিনার স্কোয়াডে থেকেও যে কারণে মায়ামির হয়ে খেলার সুযোগ পেলেন মেসি

 

নাজমুল কবিরের সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের এক দশকের গৌরবময় সাফল্যের ইতিহাস তুলে ধরেন ক্লাবের বর্তমান অধিনায়ক সোহরাব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের বর্তমান টিম ম্যানেজার মীর সজল। 

 

আরও পড়ুন: হংকং পৌছেঁ অনুশীলন বাংলাদেশ দলের

 

এছাড়া, অনুষ্ঠানে দেশটিতে প্রবাসী ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের পুরোনো ও নতুন সদস্যরা। 

 

ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা ও ভালোবাসায় ক্লাবটির কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন