দক্ষিণ কোরিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

২ সপ্তাহ আগে
মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সিউলে সংদোং অডিটোরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা। 

 

মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বাংলাবর্ষ ১৪৩১ কে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার বাংলাদেশিরা। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসবের জানান দিতে পেরে খুশি তারা। 

আরও পড়ুন: কুয়েতে রবীন্দ্র-নজরুল শিল্পীগোষ্ঠীর বৈশাখ উদ্‌যাপন 

বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যার প্রধান আকর্ষণ ছিল নাচ, গান আর মীর লোকমানের মূকাভিনয় তথা সংলাপবিহীন অভিনয়। 

 

প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস।

 

নৃত্য প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলেন বাংলাদেশ থেকে আগত নৃত্য শিল্পী মোফাসসাল আলিফ ও ময়ূখ সরকার। অনুষ্ঠানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। 

 

বর্ষবরণের এমন আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঁশি আর ঢাকের তালে গানে-নাচে মাতেন বাংলাদেশিরা। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণও মুগ্ধ করে সবাইকে।

]]>
সম্পূর্ণ পড়ুন