নিহত রবিউল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
নিহতের আত্মীয় তানভীর হোসেন আদনান জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম। এ সময় ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছোড়ে ডাকাতদল। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, এবার সড়কে ঝরল বড় ভাইয়ের প্রাণ
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রণির মরদেহ দেশে আসতে পারে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো ম্যাসেজও পাওয়া যায়নি বলে জানান ওসি।