দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে যেখানে মহারাজই ‘প্রথম’

৫ দিন আগে
স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটের মালিক আগে থেকেই ছিলেন কেশব মহারাজ। তবে রোববার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকার করেছেন কেশব মহারাজ। ১৭০ উইকেট নিয়ে তার পরে আছেন সাবেক অফস্পিনার হিউ টেফিল্ড। সব মিলিয়ে ২০০ উইকেট পাওয়া নবম প্রোটিয়া বোলার মহারাজ।


জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন মহারাজ। নিজের সপ্তম ওভারে সেই মাইলফলক স্পর্শ করেন তিনি। জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার ক্রেইগ আরভিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। রেকর্ড গড়ার পর আরও দুই উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। ২০২ উইকেটের মালিকের বাকি দুই শিকার হচ্ছেন; শন উইলিয়ামাস ও তিনাকা চিভানগা।


আরও পড়ুন: উইলিয়ামসের সেঞ্চুরির পরেও হারের শঙ্কায় জিম্বাবুয়ে 


দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ডেইল স্টেইন। সাবেক এই প্রোটিয়া পেসার ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পলক। তিনি ১০৮ টেস্টে ৪২১ উইকেট নিয়েছেন।  


এদিকে মহারাজের রেকর্ডের টেস্টে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান করে ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে ২৫১ রানেই গুটিয়ে ফেলে প্রোটিয়ারা। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৪৯ রান। প্রোটিয়ারা লিড নিয়েছে ২১৬ রানে। 

]]>
সম্পূর্ণ পড়ুন