দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

৫ দিন আগে
হাইস্কোর ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার (১২ মে) সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

রাজশাহী স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ২ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।


৩০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে এদিন ভালো শুরু এনে দেন দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন ও জিশান আলম। এই জুটিতে ৫২ রান যোগ হয়। ২৭ বলে ৭ চারে ৩১ রান করে জিশান আউট হলে জুটি ভাঙে। ওয়ান ডাউনে নামা প্রীতম কুমারের সঙ্গে ৩৯ রানের আরেকটি জুটি গড়েন রবিন। ১৭ রান করে প্রীতম সাজঘরে ফেরেন।


তৃতীয় উইকেট জুটিতে রবিনের সঙ্গে যোগ দেন আরিফুল। এই জুটিতে ওঠে ৮৩ রান। দারুণ খেলতে থাকা রবিনকে বিদায় করে জুট ভাঙেন মোকগাকানে। আউট হওয়ার আগে ৮৯ বলে ৮ চার ও ২ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করেন এই ওপেনার। রবিনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি আরিফুলও। ৬৮ বলে ২ চারে ৩৬ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারে আহরার আমিন ২১ বলে ৮ রান করে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। ৬১ বলে বাংলাদেশের দরকার তখনও ১০১ রান।

 

আরও পড়ুন: টাইগারদের বোলিং কোচ অ্যাডামসের বিদায়


বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন আকবর আলী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের নায়ক আকবর রীতিমতো ঝড় তোলেন। মাঝে সঙ্গী মাহফুজুর রহমান রাব্বি ৫ রান করে বিদায় নিলেও আকবর রুদ্রমূর্তি ধারণ করেন।


৪৭তম ওভারের চতুর্থ বলে আউট হবার আগে ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন আকবর। জয়ের জন্য তখনও বাংলাদেশের দরকার ২০ বলে ৩৯ রান। তবে বাকি কাজটা ঠিকঠাক সারেন তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান। রাকিবুল রুদ্রমূর্তি ধারণ করেন আর তোফায়েল তাকে যোগ্য সঙ্গ দেন। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।


রাকিবুল মাত্র ১০ বলে ৩ ছক্কায় ২০ রানের ক্যামিও খেলেন। ২০ বলে ১টি করে চার-ছক্কায় ২৪ রান করেন তোফায়েলও।


আরও পড়ুন: বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট


দক্ষিণ আফ্রিকার জর্জ ফন হারডিন, সেপো এনডোয়ান্ডোয়া ও আনদিলে মোকগাকানে ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় আনদিলে সিমেলানের পকেটে।

]]>
সম্পূর্ণ পড়ুন