চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২০ এর নভোচারী দল গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা, স্টেশন পরিচালনা এবং স্বাস্থ্য-সংক্রান্ত কার্যক্রম চালিয়েছেন। তাদের গবেষণা ও কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।
সম্প্রতি ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে—এ তিন চীনা নভোচারী তাদের স্পেস স্টেশনের বাইরে রেখে যে যন্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছিলেন, সেগুলো তারা... বিস্তারিত