টানা গোল করে যাচ্ছিলেন। সেই ধারায় ছেদ পড়লো অবশেষে। লিওনেল মেসিকে বাক্সবন্দী করে ফেলায় মেজর লিগ সকারে টরন্টো এফসির মাঠে ইন্টার মায়ামিকে ১-১ ড্রয়ে থামতে হয়েছে।
টরন্টো সফরের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী। মায়ামির হয়ে টানা তিন ম্যাচে করেছিলেন পাঁচ গোল। তবে এদিন একের পর এক সুযোগ তৈরি করেও গোলমুখে জ্বলে উঠতে পারেননি ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। টরন্টো গোলকিপার শন জনসনের দারুণ... বিস্তারিত