ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ৪০ লাখ রুপি চুরির ঘটনা ঘটে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। এ ঘটনায় মুম্বাইয়ের মালাড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রীতম।
এফআইআর থেকে জানা যায়, ৪ ফেব্রুয়ারি প্রীতমের স্টুডিওতে মধু মন্টেনার প্রযোজনা সংস্থার একজন কর্মী আসেন। তিনি দাবি করেন, প্রীতমের ম্যানেজার বিনীত ছেডাকে ৪০ লাখ রুপির একটি ব্যাগ দেন। সে ব্যাগে ৫০০ রুপির ৮০০০টি নোট ছিল। ওই সময় স্টুডিওতে পরিচালক আহমেদ খান, কমল দিশা এবং সহযোগী আশিস (বয়স ৩২) উপস্থিত ছিলেন।
কিন্তু প্রীতম বলছেন, প্রযোজনা সংস্থার দেয়া ৪০ লাখ রুপি তার হাতে পৌঁছায়নি। এদিকে ৪ ফেব্রুয়ারির পর থেকে সহযোগী আশিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রীতম বলেন,
দীর্ঘ সময় ধরে স্টুডিওতে বিশ্বস্ততার সাথে কাজ করেছেন আশিস। তাই তার ফিরে আসার জন্য এক সপ্তাহ অপেক্ষা করেছি। কিন্তু আশিসের কোনোরকম খোঁজ না পাওয়ায় অবশেষে থানার দ্বারস্থ হলাম।
আরও পড়ুন: যে দুটি খাবার এড়িয়ে চলেন সালমান খান
বিশাল পরিমাণ অর্থ চুরির প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রীতমের ম্যানেজার বিনীত বলেন,
ওই দিন বিশাল পরিমাণ অর্থ পাওয়ার পর স্টুডিওতে তা রেখেই আমি কিছু কাগজপত্র নিয়ে প্রীতমের বাড়িতে যাই। প্রয়োজনীয় কাগজপত্র সই করে স্টুডিওতে রাত সাড়ে ১০টায় পৌঁছানোর পর দেখি ব্যাগটি নেই।
পরিচালক আহমেদ খান এ বিষয়ে দাবি করেন,
সেদিন ৪০ লাখ রুপির ব্যাগটি নিয়ে আশিস বেরিয়ে যান। ব্যাগটি প্রীতমের বাড়িতে পৌঁছাতে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সুরকারের বাড়িতে যাননি আশিস।
চুরির এ ঘটনায় জড়িতদের খুঁজে পেতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। চিরুনি অভিযানে খোঁজার চেষ্টা করা হচ্ছে প্রীতমের সহকারী নিখোঁজ আশিস সিয়ালকে।
আরও পড়ুন: কহি মিল গায়া সিনেমার ভিনগ্রহী ‘জাদু’ আসলে কে ছিলেন?
প্রসঙ্গত, দেড় যুগেরও বেশি সময়ের পেশাগত জীবনে প্রীতম প্রায় একশটিরও বেশি বলিউড চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার, ৪ বার জি সিনে এওয়ার্ড, ৩ বার স্টার স্ক্রিন এওয়ার্ড, ৩ বার আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমী এওয়ার্ড, ৩বার ভারতীয় টেলিভিশন একাডেমী এওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা।
]]>