মৃত শাজাহান আলী (৫৪) পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২ জুন) সকালে বেলকুচি থানা বাউন্ডারির ভেতরে গাছে আম পাড়তে ওঠেন কনস্টেবল শাজাহান আলী। এসময় হঠাৎ পা ফসকে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় শাহজাহান আলীর।
আরও পড়ুন: চেকপোস্টে মোটরসাইকেলে সহকর্মীর ধাক্কায় পা হারালেন কনস্টেবল, কী বলছে ঊর্ধ্বতনরা?
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘শাহজাহান বয়স্ক মানুষ। তিনি নিজ ইচ্ছায় থানার গাছে আম পাড়তে ওঠেন। পরে পা ফসকে পড়ে গেলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
]]>