থাইল্যান্ডের শহরে বানর-সমস্যা নিরসনে ধরপাকড়ে নামলেন কর্মকর্তারা

৬ দিন আগে
চলতি বছরের শুরুতে থাইল্যান্ডের লোপবুরি শহরে বানরের উপদ্রব দেখা দিয়েছে। বানরের বাঁদরামিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। বর্তমানে এদের দমন করতে ধরপাকড় শুরু করেছেন কর্মকর্তারা। ২০২২ সালের মাঝামাঝি সময়ে অতিমারিজনিত লকডাউন থেকে বেরিয়ে আসার পর লোপবুরির বাসিন্দারা দেখলেন, মানুষ খাবার না দিলেও বানরেরা অবাধ্য ও অশান্ত হয়ে উঠেছে। বানরের দল বাড়ির দখল নিয়ে নিচ্ছে, প্রায়শই বাসিন্দাদের উপর অত্যাচার করছে, খাবার চুরি করে নিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে। বানরের দলগুলি মারামারি করছে; স্থানীয়রা হতবাক। কিছু বাসিন্দা এই বানরের ভয়ে নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছেন। (রয়টার্স)        
সম্পূর্ণ পড়ুন