থাইরয়েড কখনও ভালো হয়?

৪ ঘন্টা আগে
থাইরয়েডের সমস্যা আসলে স্থায়ীভাবে ভালো হবে কি না, সেটা নির্ভর করে কোন ধরনের থাইরয়েড রোগে ভুগছেন তার ওপর।

দেখে নিন থাইরয়েড ভালো হয় কিনা সেই সম্পর্কে-


১. হাইপোথাইরয়েডিজম (থাইরয়েড হরমোন কম উৎপাদন): সাধারণত এটি স্থায়ীভাবে ভালো হয় না, বিশেষ করে যদি অটোইমিউন রোগ থেকে হয়। তবে ওষুধ (লেভোথাইরক্সিন) খেলে হরমোনের ঘাটতি ঠিক থাকে এবং জীবন স্বাভাবিকভাবে চলতে পারে। নিয়মিত পরীক্ষা (TSH, T3, T4) করে ওষুধের ডোজ ঠিক রাখতে হয়।


২. হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোন বেশি উৎপাদন): অনেক ক্ষেত্রে চিকিৎসা (ওষুধ, রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপি বা সার্জারি) করলে স্থায়ীভাবে ভালো হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে কয়েক বছর পর আবারও সমস্যা ফিরে আসতে পারে।

 

আরও পড়ুন: দাঁতের মাড়িতে লুকিয়ে থাকা ক্যানসারের লক্ষণগুলো দেখে নিন


৩. থাইরয়েড নডিউল বা গলগণ্ড: যদি আয়োডিনের ঘাটতির কারণে হয়, আয়োডিন ঠিক হলে অনেক সময় উন্নতি ঘটে। যদি টিউমার বা জটিল রোগ হয়, তবে আলাদা চিকিৎসা প্রয়োজন।


৪. জীবনযাপন ও খাদ্যাভ্যাস: আয়োডিনের সঠিক মাত্রা, সুষম খাদ্য, মানসিক চাপ কমানো, এবং নিয়মিত ডাক্তারি ফলোআপ—এগুলো থাইরয়েড ভালো রাখতে সাহায্য করে।

 

আরও পড়ুন: দেশে নতুন ছোঁয়াচে ‘মহামারি’, প্রাদুর্ভাব বাড়ছে


সহজভাবে বললে,

কিছু থাইরয়েড রোগ স্থায়ীভাবে ভালো হয় না (যেমন হাইপোথাইরয়েডিজম)।

আবার কিছু রোগ সঠিক চিকিৎসায় সম্পূর্ণ ভালো হতে পারে (যেমন কিছু হাইপারথাইরয়েড কেস)।

]]>
সম্পূর্ণ পড়ুন