ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

১ সপ্তাহে আগে
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং আসন্ন এশিয়া কাপ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন তারকা স্পিনার রশিদ খান। মাঠে খেলা গড়ানোর আগে ২২জনের এই স্কোয়াড সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই সপ্তাহের প্রস্তুতি ও অনুশীলন ক্যাম্প করবে।

মঙ্গলবার (৫ আগস্ট) ২২ সদস্যের দল ঘোষণা করে এসিবি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগামী ২৯ আগস্ট থেকে ইউএই'র মাঠে পাকিস্তান ও স্বাগতিক ইউএই'র সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই শারজাহতে অনুষ্ঠিত হবে।


৭ তারিখ এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ৯ আগস্ট থেকে ৮ দল নিয়ে শুরু হবে এশিয়া কাপের আসর। আট দলের এই সিরিজে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, স্বাগতিক ইউএই, হংকং এবং ওমান।


ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হয়নি তারকা স্পিনার মুজিব-উর রহমানের। ঘরোয়া টুর্নামেন্ট শাপগিজা ক্রিকেট লিগে ৯ ম্যাচে ১৩ উইকেট ও লোয়ার অর্ডারে ব্যাট করে চার ইনিংসে ৪৮ রান করেও কপাল খুলল বা মুজিবের। ইনজুরির কারণে ২০২৪ এর ডিসেম্বরের পর আর কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। দলে ফেরার জন্য তার অপেক্ষা বাড়ল আরও।


আরও পড়ুন: নতুন অস্ত্রের সন্ধানে শৈশবের কোচের ডেরায় নাহিদ


দলে জায়গা হয়নি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহ জাদরানেরও।


 

ACB Names Preliminary Squad for Preparation Camp in UAE

Afghanistan Cricket Board's National Selection Committee has finalized a 22-member preliminary squad that will feature in a two-week training and preparation camp ahead of their upcoming Tri-Nation Series and the ACC Men's… pic.twitter.com/kkZEML1Zqs

— Afghanistan Cricket Board (@ACBofficials) August 4, 2025


তবে নিয়মিত মুখদের প্রায় সবাই জায়গা পেয়েছেন ২২ সদস্যের স্কোয়াডে।


আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, সেদিকউল্লাহ আতাল, গুলবাদিন নাঈব, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব জাদরান, ইবরাহিম জাদরান, এএম গজনফর, দারউইশ রাসুলি, নুর আহমদ, লাকানওয়াল, মোহাম্মদ ইশহাক, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, সালিম সাফি, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ। 

]]>
সম্পূর্ণ পড়ুন