রাতের পর রাত জেগে করে গেছি কত শব্দ চয়ন
সেগুলো আর গান হয়ে ওঠেনি।
তোমার পরলোকের রথ ছেড়ে দেবার পর—
স্বেচ্ছায় তোমার স্মৃতি মুছে ফেলতে
নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছি সহস্রবার,
তোমার মতো কেউ আমাকে বুঝতে পারেনি।
প্রিয়, তুমি ভিন্নভাবে ভিন্ন রূপে ফিরে এসো,
শান্ত করো এই বিসুভিয়াসের উদ্গিরণ।
আরেকটিবার কাঁধে মাথা রেখে পাশে বসো,
চলো আবার উপভোগ করি শান্ত চন্দ্রকিরণ।