তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৮.৮৪ শতাংশ

১ দিন আগে
সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের বছরের তুলনায় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

বুধবার (২ জুলাই) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৮.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে আয় হয়েছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।

 

আরও পড়ুন: জুনে দেশের রফতানি আয় কমেছে
 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।
 

এছাড়া ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৮২ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।
 

এদিকে সদ্যবিদায়ী জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৮ কোটি ৭৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৯৭ কোটি ৫৪ লাখ ডলার।
 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৫৩ কোটি ৯৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে। এছাড়া ১২৪ কোটি ৭৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ডলার।
 

আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরে রফতানি আয়ে প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ

 

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে।


আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১০ দশমিক ১৯ শতাংশ। জুলাই-জুন মাসে রফতানি হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে।


এদিকে সদ্যবিদায়ী জুন মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৩৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন