তেহরানে দফায় দফায় ইসরাইলের হামলা, বিস্ফোরণ

৩ সপ্তাহ আগে
ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (১৫ জুন) বিকেলে এই হামলা হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

 স্থানীয় বাসিন্দারা সিএনএনকে জানান, তেহরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শহরের পশ্চিমে বেশ কয়েকটি আবাসিক এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানিয়েছে। 

 

আরও পড়ুন:ইরানের হামলায় দুই শতাধিক ইসরাইলি হতাহত 


তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।


ইসরাইলি সেনাবাহিনী যখন ব্রিফিং করছিল, তখনই একজন মুখপাত্র জানিয়েছেন যে আরও হামলা চালানো হচ্ছে।


ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন বলেন, ‘আমরা এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছি না। এই সময়েও, আমরা তেহরানের আরও কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।’ 

 

এদিকে, তাসনিম সংবাদ সংস্থা বিস্ফোরণস্থলের ফুটেজ শেয়ার করেছে। যা কেন্দ্রীয় ভ্যালিয়াসর স্কয়ারের কাছে ঘটেছে।

 

আরও পড়ুন:ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় কেন হামলা চালাল ইরান

 

অনলাইনে শেয়ার করা এবং আল জাজিরার যাচাইকৃত ভিডিওগুলোতেও তেহরানের বিভিন্ন অংশ থেকে ধোঁয়ার ভারী কুণ্ডলী উঠতে দেখা গেছে। ভিডিওতে জামারান এলাকা থেকেও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। 

 

تهران، حوالی جم‌سنتر جماران pic.twitter.com/1ymxxZTh0v

— RojanAzadi2(اکانت دوم) (@RojanAzadi2) June 15, 2025

 

সূত্র: সিএনএন

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন