যদিও ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরনা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।
আল–জাজিরা জানিয়েছে, তেহরানের জ্বালানি অবকাঠামোয় আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তারা যাচাই করে সত্যতা পেয়েছে।
ইসরাইল গত কয়েক ঘণ্টায় ইরানের বেশকিছু জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা 'অযৌক্তিক': ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এদিকে পাল্টা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন এবং সরবরাহ কেন্দ্রগুলোয় আঘাত করেছে। এক বিবৃতিতে এমন দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আইআরজিসির সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণাত্মক অভিযান আরও ‘জোরালো ও ব্যাপক’ মাত্রার হবে। খবর আল–জাজিরার।
আল–জাজিরা জানিয়েছে, চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে ২০ শিশুসহ কমপক্ষে ৮০ জন এবং ইসরাইলে চার জন নিহত হয়েছে। তবে উভয়পক্ষের শত শত আহত হয়েছে।