তেলবাহী লরিতে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

৬ দিন আগে
তেলবাহী ট্যাংকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফেসওয়াশ, সানরাইজ ক্রিম, ক্লোপ-জি ক্রিম জব্দ করেছে হবিগঞ্জ বিজিবির জওয়ানরা। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া কোটি টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।


বিজিবি সূত্র জানায়, দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চোরাকারবারিরা একটি তেলবাহী লরি ব্যবহার করে সুনামগঞ্জ থেকে অবৈধ মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করছে। 


আরও পড়ুন: হিলিতে বেড়েছে ভারতীয় চালের আমদানি, একদিনেই এলো ৭৬ ট্রাক


বিজিবির একটি চৌকস টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে ফাঁদ পেতে সন্দেহজনক তেলের লরিটি আটক করে এবং লরিটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস এবং জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করে।


এ অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালানিরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকে চোরচালানি প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন