রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
এদিকে সন্ধ্যায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৪৩১/৪-এস থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস এস আর পরিবহনে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বাসের বাঙ্কারে ১টি শপিং ব্যাগ থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, সর্তক অবস্থানে বিজিবি-বিএসএফ
জব্দ করা মাদকের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কমলনগরে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতসহ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধে তৎপর রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তেঁতুলিয়ায় ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।