ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। শপথ নেওয়ার পর তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার নতুন মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সাম্য এবং নতুন গণতন্ত্রের জন্য হোক। মাদুরো বলেন, তিনি সাংবিধানিক সংস্কারের জন্য একটি কমিশন আহ্বান করবেন।
সরকারের তথ্য অনুযায়ী, ১২৫টি দেশের প্রায় ২০০০ জন আমন্ত্রিত ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি
দেশটিতে ছয় মাস ধরে চলা নির্বাচনী বিরোধ, আন্তর্জাতিকভাবে মাদুরোকে সরে দাঁড়ানোর আহ্বান এবং তাকে ধরার জন্য মার্কিন পুরষ্কার বাড়ানোর ঘোষণার মধ্যে আবারও দেশের প্রেসিডেন্ট পদে শপথ নেন মাদুরো।
২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো। গত বছরের জুলাইয়ের নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত উভয়ই তাকে বিজয়ী ঘোষণা করেছিল, যদিও তার বিজয় নিশ্চিত করার বিস্তারিত পরিসংখ্যান কখনও প্রকাশিত হয়নি।
অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের দাবি নির্বাচনে তাদের সাবেক প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২০২০ সালে মাদুরো এবং তার প্রশাসনের অন্যদের বিরুদ্ধে মাদক ও দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
আরও পড়ুন:ভেনিজুয়েলায় বিরোধী নেতার গ্রেফতারে কোটি টাকা পুরস্কার ঘোষণা
এই পদক্ষেপকে অবৈধ দাবি করে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য এটি একটি পরিকল্পিত ‘অর্থনৈতিক যুদ্ধ’।
]]>