হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় সাক্ষাৎ করেছেন। এটা তার নিজস্ব কায়দায় ইউক্রেন “শান্তি মিশনে”র অংশ; এই স্বঘোষিত মিশন উপলক্ষ্যে ইতোমধ্যেই তাকে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করতে দেখা গেছে। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর।
ওরবান ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্প ও পুতিন উভয়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও অংশীদার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে তিনি বারবার শান্তি বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠাতে অস্বীকার করেছেন।
কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দুই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের। এই দেশ ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে, তবে নেটোর সদস্য হওয়া সত্ত্বেও মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছে। (এএফপি)