‘তুমি বড্ড বেশি কথা বলো’

৩ সপ্তাহ আগে
গত বছর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সে ম্যাচে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজেদের মাঠে আলবিসেলেস্তেদের হারিয়ে প্রতিশোধ নেয় লস কাফেতেরস। এবার বাছাই পর্বের দ্বিতীয় লেগেও জয় পেল না লিওনেল স্ক্যালোনির দল।

বুধবার (১১ জুন) এস্তাদিও মাস মনুমেন্টালে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের ২৪ মিনিটে লুইস দিয়াজ দুর্দান্ত এক গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন। ৮১ মিনিটে গোল শোধ করেন থিয়াগো আলমাদা। ম্যাচের ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে স্বাগতিকরা।


কয়েক সপ্তাহ আগে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ কোপা আমেরিকার ফাইনাল নিয়ে চাঞ্চল্যকর এক মন্তব্য করেছিলেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার দাবি করেছিলেন, ফাইনালে রেফারির পক্ষপাতদুষ্টতার কারণে হেরে গিয়েছিল লস কাফেতেরসরা। বর্তমানে মেক্সিকোর ক্লাব লিওনে খেলা রদ্রিগেজ তার বক্তব্যে বলেছিলেন, 'আমি মনে করি, বাহ্যিক প্রভাবক কাজ করায় আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। রেফারি অনেক বেশি প্রভাব রেখেছেন এবং একটা বা দুটো পেনাল্টি আমাদের দেননি।'


রদ্রিগেজের সেই কথার আঁচ আজকের ম্যাচে মাঠে পাওয়া গেছে। কলম্বিয়ার এই তারকার সঙ্গে উতপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে।


আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের আগে চার খেলোয়াড় দলে ভেড়াল ম্যানসিটি


ম্যাচের এক উত্তপ্ত মুহূর্তে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ান রদ্রিগেজ। এ সময় মেসি এগিয়ে আসেন এবং কথা বলতে থাকেন। রদ্রিগেজের সঙ্গে কথা বলার এক পর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে তিনি কিছু বলতে থাকেন। টিওয়াসি স্পোর্টসের খবর অনুযায়ী, মেসি রদ্রিগেজকে জিজ্ঞেস করেন, 'তুমি বলেছ, তারা (রেফারি) আমাদের ফাইনালে সাহায্য করেছে, তুমি অনেক বেশি কথা বলো।' যার জবাবে রদ্রিগেজ বলেন, 'আমি কিছুই বলিনি।'


 


ম্যাচের পর মিক্সড জোনে সাংবাদিকরা রদ্রিগেজের কাছে এই আলাপচারিতার ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, 'মাঠের ঘটনা মাঠেই থাকতে দিন।'


চিলির বিপক্ষে বদলি হিসেবে নামলেও এদিন শুরুর একাদশেই ছিলেন মেসি। প্রথমার্ধে দারুণ খেললেও দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্স ম্লান হয়ে পড়ে। রদ্রিগেজের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়া ছাড়াও এদিন রেফারি হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের পারফরম্যান্সে মাঠেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে আর্জেন্টিনার অধিনায়ককে।


ম্যাচের ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার কিছুক্ষণ পরেই মেসিকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। এর পরপরই সমতাসূচক গোল করেন থিয়াগো আলমাদা।


আরও পড়ুন: ঘরের মাঠে ইংল্যান্ডকে হারের লজ্জা দিল সেনেগাল


ম্যাচ শেষে কোচ স্ক্যালোনি জানিয়েছেন মেসিকে মাঠ থেকে তুলে নেয়ার কারণ। মূলত মেসির চাওয়াতেও তাকে তুলে বদলি নামানো হয়, 'সাধারণত সে মাঠ ছাড়তে চায় না, কিন্তু সে যখন দেখল আমরা দুটো বদলি করে ফেলেছি, সে আমাকে বলল, তাকে তুলে নিলেই ভালো হয় এবং এরপর আমরা তাকে তুলে নেই। তা নাহলে আমাদের এমন পরিকল্পনা ছিল না। আপনারা জানেন এটা কীভাবে কাজ করে এবং আমি কী ভাবি।'


আপাতত আর্জেন্টিনার আর কোনো ম্যাচ নেই। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। 

]]>
সম্পূর্ণ পড়ুন