২৯ ঘণ্টার রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটে পাস হয়েছে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’। এই বিল পাসের মাধ্যমে ট্রাম্প পূরণ করলেন নিজের ৪ জুলাইয়ের নির্ধারিত সময়সীমা, যা ছিল তার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু।
এই বিলের মধ্য দিয়ে কর হ্রাস পাচ্ছে উচ্চ আয়ের আমেরিকানদের জন্য, ওভারটাইম ও বকশিশ আয়ের ওপর কর তুলে নিচ্ছে সরকার। একইসঙ্গে বিলটি বলছে, এটি মধ্যবিত্তের জন্য ঐতিহাসিক স্বস্তি। কিন্তু বাস্তবে, বিলটি প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে জাতীয় ঋণে।
অন্যদিকে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন মেডিকএইড ও সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রামে বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে। যার ফলে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিনি হারাতে পারেন তাদের স্বাস্থ্যসেবা সুবিধা।
আরও পড়ুন: মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে ‘অবিলম্বে’ পদত্যাগ করতে বললেন ট্রাম্প
বিলটি ঘিরে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র প্রতিরোধের মুখে সবচেয়ে নজরকাড়া ঘটনা ছিল দলটির নেতা হাকিম জেফরিজের ইতিহাস গড়া ৮ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ বক্তৃতা, যা বিলের ভোট দেরি করাতে এবং প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রেকর্ড গড়ে। বক্তব্যে জেফরিজ বলেন, শুধু চারজন রিপাবলিকান সাহস করে ‘না’ বললেই আটকে যেত বিলটি।
কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ও স্পিকার মাইক জনসনের চাপ এবং দরকষাকষিতে রিপাবলিকানদের বিদ্রোহী কণ্ঠরাও নরম হন। বিল পাশের আগ মুহূর্তে জনসন বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ওয়েটার, হেয়ার স্টাইলিস্ট, বেলহপ সবাই পরিশ্রমের টাকা এখন পুরোটা রাখতে পারবেন।
তবে বিলটি ঘিরে উদ্বেগ থেমে নেই। আইএমএফ জানিয়েছে, এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরামর্শের পুরো বিপরীত। অন্যদিকে অভিবাসী অধিকারকর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন: ইসরাইলের জন্য বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন করল যুক্তরাষ্ট্র
কাস্টডি সেন্টার তৈরিতে বিলটিতে বরাদ্দ রাখা হয়েছে ৪৫ বিলিয়ন ডলার, ৩০ বিলিয়ন ডলার আইসিই এজেন্ট নিয়োগে এবং ৪৬ বিলিয়ন ডলার দেয়াল নির্মাণে।
]]>