তিথি বাড়ি এসে দেখে মা এখনো বাড়ি আসেনি। নিশ্চয়ই এখনো সবজিখেতে কাজ করছে, সে মনে মনে ভাবল। কুড়ানো কাঁচা খেজুরগুলো ঘরের এক কোণে রেখে দৌড়ে গেল ছেঁড়া খাতা আর নতুন কম্বলটা ঢুকাতে। আগে তাদের কম্বল ছিল না। বিদেশ থেকে আসা এক চাচাতো ভাই এটা দিয়েছে গত ঈদে। কম্বলটা যদিও তাদের ব্যবহার করা, তবু তিথিদের কাছে এটা নতুন আর বাড়ির সবচেয়ে ভালো কম্বল।