তিনবার ফাইনালে উঠেও দিল্লির আইপিএল জেতা হলো না

১ দিন আগে
এটাকেই কি দুর্ভাগ্য বলে! দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা কথাটি বলতেই পারেন।

২০২৩ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের আইপিএল, এবারেরটি নিয়ে তৃতীয়বার। তিনটি আসরেই ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। এমনকি তিন আসরে গ্রুপপর্ব শেষেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা। কিন্তু দিল্লিকে ফিরতে হয়েছে খালি হাতে। পুরুষদের ১৭ আসরের মধ্যেও দিল্লির কোনো আইপিএল নেই, ২০২০ সালের ফাইনালে তারা হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। দিল্লির দুর্ভাগ্য নয় তো কি!


উদ্বোধনী আসরের পর মেয়েদের গতকালের ফাইনালেও মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছে। পুরুষ দলের মতো তারাও এখন টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, হারমানপ্রীত কৌররা চাইলে এটা মানতে নাও পারেন। পুরুষদের দল যে সফল যৌথভাবে, চেন্নাই সুপার কিংসও তাদের সমান ৫টি আইপিএল জিতেছে। মেয়েদের ২০২৪ সালের ট্রফিটি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


আরও পড়ুন: আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ব্রুক


ব্র্যাবার্ন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৪৯ রান তুলেছিল মুম্বাই। এই আসরেই এই ভেন্যু ১৮০ ছাড়ানো ইনিংস দেখেছে ৩টি, একটি আবার ছাড়িয়েছে দুশোও। দিল্লির কাছে লক্ষ্যটাকে ছোট মনে হওয়ারই কথা। ম্যাগ লেনিং বাহিনী ছোট এই লক্ষ্যও তাড়া করতে পারল না, সব কটি ওভার শেষে ১৪১ রান করতে সমর্থ হয় তারা। মুম্বাই জিতে ৮ রানে।


ফাইনালে ৪৪ বলে ৬৬ রান করে ম্যাচসেরা হয়েছেন হারমানপ্রীত কৌর। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন নাট স্কাইবার ব্রান্ট। ফাইনালে সেভাবে ব্যাট না হাসলেও এই আসরে সর্বোচ্চ ৫২৩ রান করে তিনি সিরিজসেরা হয়েছেন। মেয়েদের আইপিএলে একমাত্র প্লেয়ার হিসেবে তার নামের পাশেই এখন এক হাজার রান। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭২ রান করেছেন বেঙ্গালুরুর এলিস পেরি। এমেলিয়া কের ও হেইলি ম্যাথুস নিয়েছেন ১৮টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন