তিন সুপার ওভারের পর নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের নাটকীয় জয়

৩ সপ্তাহ আগে
ইতিহাস গড়ে নেপালকে হারাল নেদারল্যান্ডস। ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার (১৭ জুন) নেপালের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। নাটকীয় এই ম্যাচে তৃতীয় সুপার ওভারে গিয়ে জয় পেয়েছে ডাচরা।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে নেপালও ৮ উইকেটে ১৫২ রানে থামে। ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে, কিন্তু প্রথম ও দ্বিতীয় সুপার ওভারেও দুই দল সমানে সমানে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ডাচরা।


নেদারল্যান্ডসের হয়ে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। মাঝে তেজা নিদামানুরুর ৩৫ এবং শেষ দিকে সাকিব জুলফিকার ১২ বলে ২৫ রানে ভর করে ১৫২ রানের পুঁজি পায় ডাচরা। নেপালের হয়ে ৩ উইকেট নেন লামিচানে।  


জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে নেপাল। তবে কুশল ভুর্তেল ও রোহিত পোড়েল দলকে এগিয়ে নেন। ড্যানিয়েল ডোরাম ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে নেদারল্যান্ডসকে ফেরান। তবে শেষ ওভারে নন্দন যাদবের ব্যাটে ১৬ রান তুলে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।


আরও পড়ুন: অশ্বিনের দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ 


প্রথম সুপার ওভারে কুশল ভুর্তেলের ব্যাটে ১৯ রান তোলে নেপাল। জবাবে লেভিট ও ও’ডাউড ১৯ রানই তুলে সমতায় ফেরান। দ্বিতীয় সুপার ওভারে ১৭ রান তোলে ডাচরা, জবাবে শেষ বলে দীপেন্দ্র সিং এরির ছক্কায় আবারও সমতা আসে।


শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে জ্যাক লায়ন-ক্যাশে দুই বলেই আউট করে দেন রোহিত পোডেল ও রূপেশ সিংকে। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই মাইকেল লেভিট ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন নেদারল্যান্ডসের। এটি পুরুষদের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে প্রথম ম্যাচ যেখানে জয় পেতে দলকে তৃতীয় সুপার ওভার পর্যন্ত যেতে হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন