লোপেজের চোট নিয়ে শঙ্কায় ছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শেষ পর্যন্ত তার শঙ্কাই সত্যি হলো। আপাতত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ফের্মিন লোপেজকে।
আরও পড়ুন: ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বুসকেটস
চলতি মাসে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লোপেজ। গত রাতে গেতাফের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ শেষ করতে পারেননি, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঠ ছাড়েন।
গত রাতে ম্যাচ শেষের প্রতিক্রিয়া বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘তিন পয়েন্ট, ৩-০ ব্যবধান সবকিছু ঠিকঠাক.... ফের্মিনের কারণে আমার এরকম অনুভূতি হচ্ছে না। আগামীকাল (সোমবার-২২ সেপ্টেম্বর) তার পরীক্ষা হবে। তখন বোঝা যাবে।’
আরও পড়ুন: গোল্ডেন বল জিতলেন ইয়ামাল, সেরা পাঁচেও নেই দেম্বেলে
সেই পরীক্ষার ফল বার্সেলোনার জন্য কোনো সুখবর বয়ে আনেনি। শিরোপাধারীরা আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিয়াল ওবেইদোর মাঠে খেলবে। পাঁচ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সেলোনা।
]]>