ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ট্রাকচালক নাথান রিমিংটন (৩৩) গামি ক্যান্ডির প্রতি অতিরিক্ত ভালোবাসার মাশুল গুনেছেন হাসপাতালে শুয়ে। মাত্র তিন দিনে তিনি খেয়ে ফেলেছিলেন ৩ কেজি হারিবো কোলা জেলি গামি। যার ক্যালরি প্রায় ১০ হাজার ৪৬১ কিলোক্যালরি। এর পরই শুরু হয় ভয়াবহ পেটব্যথা, ঘাম, রক্তচাপ বৃদ্ধি এবং ঠান্ডা ঘামের উপসর্গ।
রিমিংটন জানান, তিনি অনলাইনে আমাজন থেকে গামি অর্ডার করেছিলেন শুধু খাওয়ার ইচ্ছে থেকে।... বিস্তারিত