তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের তাণ্ডব

২ সপ্তাহ আগে
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সড়ক ও রেলপথ অবরোধ করেছিল কলেজটির শিক্ষার্থীরা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এছাড়া ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। মহাখালীর এই রাস্তা ধরেই ঢাকার অনেক দূরপাল্লার গাড়ি গাজীপুর, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের অনেক জেলায় যাত্রী পরিবহন করে, এই পথ বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রথমে মহাখালী সড়ক অবরোধ করেন। পরে রেললাইনে চলে গেলে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।    স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি থামাতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। রেল যোগাযোগ বেশ কিছু সময় বন্ধ ছিল। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন বলেন, শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেওয়ায় রেল যোগাযোগ বন্ধ ছিল। স্থানীয় গণমাধ্যম বলছে রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। 
সম্পূর্ণ পড়ুন