তাড়াশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের তাড়াশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দেলবার হোসেন নামে এক মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দেলবার হোসেন উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও অবের আলীর ছেলে।

 

আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে জ্যামের ভেতর ঢুকে পড়ল চলন্ত বাস, অন্তঃসত্ত্বা নারী নিহত

 

তাড়াশ থানার উপ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে দেলবার হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বৃষ্টিতে নুয়ে পড়া একটি ইউক্যালেপটিস গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেন। পুলিশ এসে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

]]>
সম্পূর্ণ পড়ুন