তাহসানের গান ও অভিনয় ছাড়ার নেপথ্যে কী?

১ সপ্তাহে আগে
ব্যক্তিগত একাধিক পরিকল্পনা থাকায় শোবিজ দুনিয়া থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এক বছর আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেয়ার পর সম্প্রতি তিনি জানিয়েছেন, সংগীতজীবনে ইতি টানার কথা। আর এমন সময়েই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে গায়কের একটি ছবি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, একজন আলেমের থেকে ইসলামিক বই হাতে তুলে নিচ্ছেন তাহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি আপলোড করে অনেকেই দাবি করছেন, তাহসানের অভিনয় ও সংগীত জীবন ছাড়ার কারণ ধর্মচর্চা।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহসানের দেয়া একটি সাক্ষাৎকার। দেশের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে দেয়া ওই সাক্ষাৎকারে তাহসান বলেন,

আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না। কিন্তু এখন আমি সেটা করছি। কারণ মানুষ যা পরিকল্পনা করে তা হয় না। আবার যা হয়ে যায়, সেটা হয়েই যায়। যত বয়স বাড়ছে তত অনুভব করছি, আসলে আমি কিছুই জানি না।

 

ধর্মচর্চার জন্যই যে তাহসান নিজেকে একেবারে আড়ালে নিয়ে গুটিয়ে ফেলার পরিকল্পনা করেছেন তা আরও স্পষ্ট করছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাহসানের একটি স্টোরি। সোশ্যাল মিডিয়ার একাউন্ট ডিএক্টিভেট করার আগের সে স্টোরিটি ছিল ‘আল কোরআন-সহজ বাংলা অনুবাদ’র বইয়ের।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্টোরিটি তাহসানের বলে দাবি করা হচ্ছে। ছবি: সংগৃহীত

 

নেটিজেনদের বেশিরভাগই দাবি করছেন, তাহসান ওই স্টোরিটি দিয়েছিলেন অভিনেতা তামিম মৃধার উদ্দেশে। স্টোরিতে লেখা,

তোমাকে ধন্যবাদ তামিম। জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তে আমরা জানতে পারি যে আমাদের প্রকৃত বন্ধু কে? তোমাকে বন্ধু হিসেবে পেয়ে কৃতজ্ঞ।

 

আরও পড়ুন: তামিম মৃধা অভিনয় ছাড়ছেন বলে জানালেন বড় ভাই

 

এদিকে সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তিনি চান মানুষ তাকে ধীরে ধীরে ভুলে যাক। এরপরই তিনি জানান, আর কখনো বিনোদন আড্ডায় তাকে দেখা যাবে না। তাহসানের ভাষায়,

বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই। এটাই আমার শেষ সাক্ষাৎকার হয়ে থাকুক। অন্য কিছু পরিকল্পনা আছে। কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত। সেই বিষয়ে ঢাকঢোল পিটিয়ে বলতে চাই না। একটু বেশি ফিলোশফিক্যাল শোনাবে।

 

আরও পড়ুন: গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন তাহসান

 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবনে ইতি টানার ঘোষণা দিলেও ঢাকার একটি কনসার্টে অংশ নেয়ার পর অফিশিয়ালি সংগীত জীবন থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তবে ধর্মচর্চার জন্য সংগীত ছাড়ার গুঞ্জন বিষয়ে কিছু জানাননি জনপ্রিয় এ তারকা। 

]]>
সম্পূর্ণ পড়ুন