কিছুদিন আগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ আনা হয়। যদিও তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। অবশেষে বন্ধুদের পরিবারের সঙ্গে একসাথে বসে বিষয়টির মীমাংসা করা হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ।
গত ২৮ জুলাই হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: ক্রিকেটারদের আচরণবিধি শেখাবে বিসিবি
অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছিলেন ওসি সাজ্জাদুর রহমান।
তবে তাসকিনের বন্ধু সৌরভ সময় সংবাদকে জানিয়েছেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করে অভিযোগ তুলে নেবেন, তবে তার আগে তাসকিনের সঙ্গে কথা বলবেন। অবশেষে অভিযোগ তুলে নিলেন সৌরভ।