রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের উইকেট হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। আইয়ুব আউট হওয়ার আগে ৪ বলে ৬ রান করেন।
এর আগে শেখ মেহেদীকে দিয়ে ইনিংসের উদ্বোধন করার লিটন দাস। সেই ওভারে ৯ রান তোলে পাকিস্তান। প্রথম ওভারেই দুটি চার মারেন ফখর জামান।
আরও পড়ুন: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
দ্বিতীয় ওভারেও প্রথম ৪ বলে ৯ রান তোলে পাকিস্তান। কিন্তু সেই ওভারের পঞ্চম বলে ব্রেক থ্রু এনে দেন তাসকিন।
তৃতীয় ওভারে ফিরে আসা মেহেদীর ওপর চড়াও হয়েছিলেন ফখর। মারেন তিনটি বাউন্ডারি। কিন্তু সেই ওভারে উইকেটের দেখা পান মেহেদী। ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ৪ রান করে সাজঘরে ফিরেছেন হারিস।
পাকিস্তান ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে। ফখর ১১ বলে ২২ রানে ব্যাট করছেন।