বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বগুড়ার নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তার মনোনয়নপত্র সংগ্রহকালে শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় স্বাগত জানিয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আরও পড়ুন: ঢাকা-১৫ আসনে মনোনয়ন ফরম নিলেন জামায়াত আমির
তিনি বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। তাঁরা ন্যায় বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন বলে প্রত্যাশা করছি। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তেরি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·