শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনব্যাপী এয়ারপোর্টসহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পরিষ্কার করা হবে। কিছু গাছ ভেঙে যাওয়ায় আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি।
এ উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আমিনুল হক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ যে বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীরা ও নেতাকর্মী উপস্থিত ছিলেন, তা প্রমাণ করে বিএনপি জনগণের হৃদয়ে কতটা গভীরভাবে স্থান করে নিয়েছে।’
আরও পড়ুন: দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা
তিনি আরও লিখেন, ‘এই আবেগঘন ও গৌরবময় মুহূর্তের পর এখন আমাদের দায়িত্ব— আজ প্রথম প্রহর থেকেই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রাস্তা, আশপাশের এলাকা ও জনসমাগমস্থল পরিষ্কার করে দেয়া। এতে আমরা প্রমাণ করবো যে বিএনপি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতার প্রতীক।’
সবশেষ তিনি লিখেন, ‘আসুন, কাজের মাধ্যমে জনগণের আস্থা আরও দৃঢ় করি এবং ঢাকাবাসীর প্রতি আমাদের দায়িত্ব পালন করি। সবার আগে বাংলাদেশ।’

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·