শনিবার (১৮ জানুয়ারি)সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের নানা সামাজিক কর্মসুচি তুলে ধরেন। এসব কর্মসূচির মধ্যে আছে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করা । সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো ইত্যাদি। এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন ।
আরও পড়ুন: ফরিদপুরে জাসাসের শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ প্রমুখ।