তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদপুর এলাকায় পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

৪ সপ্তাহ আগে
ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগরের এলাকাবাসীকে কোরবানির পরপরই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় বিতরণ করা হয়—ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস, বিন ব্যাগ এবং ব্লিচিং পাউডার। ঈদের পর কোরবানির বর্জ্য দূর করতে এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব সামগ্রী স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। এই উদ্যোগটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে জনগণের হাতে তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ।

 

আরও পড়ুন: দেশবাসীকে ঈদ আনন্দ উৎসব ভাগ করে নেয়ার আহ্বান তারেক রহমানের

 

প্রধান অতিথি কায়াস মাহমুদ দেশ পুনর্গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ, যা সরাসরি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ৩১ নম্বর দফা— ‘যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন’–এর একটি মাইলফলক উদাহরণ। এছাড়াও, এ কার্যক্রম ৯ নম্বর দফার আলোকে, ‘জনগণের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিক জীবন নিশ্চিতকরণ’-এর সুনির্দিষ্ট প্রয়োগ হিসেবেও চিহ্নিত হয়।

 

আরও পড়ুন: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গুলশানে দোয়া মাহফিল

 

প্রধান অতিথি কায়াস মাহমুদ বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি ব্যাক্তিগত অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। কোরবানির পর পরিচ্ছন্নতা নিশ্চিত করা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আমাদের পরিবার, প্রতিবেশী এবং সমাজের স্বাস্থ্য রক্ষা করা। এই সচেতনতা ছড়িয়ে দিতে আমি কাজ করে যাচ্ছি। এই উদ্যোগ তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় পরিচালিত হচ্ছে, যিনি সব সময়ই সাধারণ মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও সচেতনতাকে গুরুত্ব দিয়ে আসছেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন