বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অমিত বলেন, ‘শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যায়িত করেছিলেন তারেক রহমান। তার ডাকে ৪৪টি দল যুগপৎ আন্দোলনে নামে। তিনি বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে গণঅভ্যুত্থান লাগবে। জুলাই-আগস্টে সেই অভ্যুত্থান প্রমাণ করেছে তারেক রহমান কতটা দূরদৃষ্টি সম্পন্ন নেতা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও আমরা এখনও লক্ষ্যে পৌঁছাইনি। জনগণের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব তারেক রহমানকে দিতে হবে।’
আরও পড়ুন: সিলেটে তারেক রহমানের উপহার পেলেন সহস্রাধিক চা শ্রমিক
বক্তব্যে তিনি বিএনপির ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘দেশ যতবার সংকটে পড়েছে, ততবার জিয়া পরিবারও আক্রান্ত হয়েছে। এই তৃণমূলই জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি ও খালেদা জিয়াকে দেশনেত্রী বানিয়েছে। আগামী দিনে তারেক রহমানকেও সরকার প্রধান বানাবে তৃণমূল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বক্তব্য দেন। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের নেতাদের হাতে সদস্য ফরম তুলে দেন অতিথিরা।