তারেক রহমানের দৃঢ়তায় ফ্যাসিবাদের পতন হয়েছে: সালাউদ্দিন টুকু

৩ সপ্তাহ আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইলে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। কাজেই আল্লাহর রহমতে বিএনপি এ দেশে টিকে থাকবে। কারণ ধোঁকাবাজির রাজনীতি বিএনপি করেনা। বিএনপি যখন যে কথা দিয়েছে তা রক্ষা করেছে।

 

আরও পড়ুন: সতেরো বছর ধরে ভোট দেয়ার অপেক্ষায় মানুষ, দ্রুত নির্বাচন দিন: দিপু

 

দ্রুত সময়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন