তারেক রহমান বলেন, "বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল"

৪ সপ্তাহ আগে
বাংলাদেশের কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে এবং অধিকার নিশ্চিত করবে এমন সংস্কার চায় বিএনপি,  মঙ্গলবার (৫ই নভেম্বর) লন্ডন থেকে এক সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেছেন।  চলমান সময়টিকে বাংলাদেশের জন্য 'সংকটময়' উল্লেখ করে তারেক রহমান বলেন, "ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের অশুভ প্রেতাত্মারা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে"। তারেক রহমান বলেন, বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল। "আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৭ সালে বিএনপির ভিশন-২০৩০ সনদ ঘোষণা করে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা দিয়েছেন"। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, তারেক রহমানের বিরুদ্ধে অন্তত ৭০টি মানহানি মামলা করা হয়েছিল,  পাঁচটি মামলায় সাজা হয়েছে। ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে, পরের বছর ৩রা সেপ্টেম্বর মুক্তি পেয়ে লন্ডন চলে যান তিনি।
সম্পূর্ণ পড়ুন